চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে চোরাই বাইক ও ফেনসিডিল সহ গ্রেপ্তার ৩

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১

 

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে ও ৫৮ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ৩ জন হচ্ছে, শিবগঞ্জ উপজেলার চাঁদ শিকারী গ্রামের খাইরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৬), একই উপজেলার ছোট টাপ্পু গ্রামের মৃত আ. কাইয়ুম আলীর ছেলে সাদিকুল ইসলাম (২৫) ও হাজার বিঘী চাঁদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জসিম উদ্দিন (৩২)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ৮ টা ও রাত ১০ টার দিকে এসআই আসগার আলীর নেতৃত্বে এসআই আরিফসহ ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স অভিযান দুটি পরিচালনা করে।
এ সময় হাজার বিঘীর চাঁদপুর পাকা রাস্তার উপর থেকে ৫৮ বোতল ফেনসিডিলসহ জসিমকে ও বিনোদনপুর ইউনিয়নের চামাটোলা বাজার থেকে ১টি কালো রঙ এর চোরাই পালসার মোটর সাইকেলসহ রবিউল, সাদিকুলকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

ডিবির অভিযানে ফেনসিডিল পাচারে ব্যবহৃত লাল রং এর আরেকটি গ্লামার মোটরসাইকেল জব্দ করা হয়। এ দুটি ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সীমান্তবাংলা / ২ সেপ্টেম্বর ২০২১