চাঁপাইনবাবগঞ্জে আমনুরাই র‍্যাবের অভিযানে ৮ জুয়ারি আটক

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২

 

পারভেজ মামুন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা গ্রামের আমনুরা বাজার সংলগ্ন মোঃ আবুল কালাম আজাদ এর বসত বাড়ীর পূর্ব পাশের্বর একটি কক্ষের ভিতর থেকে জুয়া খেলার অপরাধে ০৮ জন জুয়ারিকে আটক করে র‍্যাব-৫।

আটক কৃত আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আমনুরা বাজার এলাকার ১। মোঃ তাইফুর রহমান @ কালু (৫৬) ২। মোঃ আশিকুজ্জামান @ আশিক (২৬)৩। মোঃ আবুল কালাম আজাদ (৫৪) ৪। মোঃ লোকমান হোসেন (৩৫) ৫। মোঃ বেলাল হোসেন (২৫) ৬। মোঃ বাদশা হারুন (৩০),৭। মোঃ আকাশ (২২),৮। মোঃ হাসান আলী (৪৩)।

র‍্যাব-৫ একপ্রেস বিজ্ঞপ্তিতে জানায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‍্যাব-৫ এর একটি অপারেশন দল ১১ নভেম্বর ২০২২ ইং তারিখ রাত ১২.০৫ মিনিটের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ৩নং ঝিলিম ইউনিয়নের আমনুরা গ্রামের আমনুরা বাজার সংলগ্ন জনৈক মোঃ আবুল কালাম আজাদ (৫৪) পিতা মৃত আব্দুল বারিক এর বসত বাড়ীর পূর্ব পাশের্বর একটি কক্ষের ভিতর অভিযান পরিচালনা করে (ক) পুরাতন প্লেয়িং কার্ড-০৪ (চার) সেট (খ) জুয়া খেলার নগদ-৩৪৫৯০/- (চৌত্রিশ হাজার পাঁচশত নব্বই) টাকা, (গ) ০১ টি প্লাষ্টিকের চট সহ আসামী ১। মোঃ তাইফুর রহমান @ কালু (৫৬), পিতা-মৃত ইউনুছ রহমান, মাতা-মোছাঃ মল্লিকা বেগম, সাং-আমনুরা বালিকাপাড়া, ২। মোঃ আশিকুজ্জামান @ আশিক (২৬), পিতা-মোঃ আবুল কালাম আজাদ, মাতা-সাবানা বেগম, সাং-আমনুরা বাজার, ৩। মোঃ আবুল কালাম আজাদ (৫৪), পিতা-মৃত আব্দুল বারিক, মাতা- মোছাঃ মনোয়ারা বেগম, সাং-আমনুরা বাজার, ৪। মোঃ লোকমান হোসেন (৩৫), পিতা-মৃত শামছুল হক, মাতা-মৃত জুলেখা বেগম, সাং-আমনুরা টংপাড়া, ৫। মোঃ বেলাল হোসেন (২৫), পিতা-মোঃ জহুরুল ইসলাম, মাতা-মোছাঃ তিরপূনী বেগম, সাং-আমনুরা টং পাড়া, ৬। মোঃ বাদশা হারুন (৩০), পিতা-মৃত মোস্তফা, মাতা-মৃত দুলি বেগম, সাং-আমনুরা, ৭। মোঃ আকাশ (২২), পিতা-মোঃ আজাদ, মাতা-সাবানা বেগম, সাং-আমনুরা বাজার, ৮। মোঃ হাসান আলী (৪৩), পিতা-মৃত মোস্তফা, মাতা-মৃত দুলিয়ারা, সাং-আমনুরা কলোনীপাড়া, সর্ব থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরথকে আটক করে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আটককৃত ব্যক্তিগণ উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থলে সকলে প্রকাশ্যে জুয়া খেলছিলো বলে অকপটে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।