চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ১৬, ২০২১

 

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৮টি বিদেশী পিস্তল,১৪০ রাউন্ড গুলি ও ১৬টি ম্যাগজিন বিক্রির উদ্দেশ্যে বহনের দায়ে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় মো.আলাউদ্দীন (৫৫) নামের এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার(১৬’মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ষ্পেশাল ট্রাইবুনাল জজ-২ মো.রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত আলাউদ্দীন জেলার শিবগঞ্জ উপজেলার খোকড়াটোলা চামাটোলা গ্রামের মৃত.সলিমুদ্দিন মোড়লের ছেলে। একই মামলার অপর আসামী শিবগঞ্জের জমিনপুর গ্রামের মো. খালেকের ছেলে মো.নাসিরকে অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছে ট্রাইবুনাল।
ট্রাইবুনালের সরকারী কৌসুলী আঞ্জুমান আরা বেগম জানান,গত ২০১৬ সালের ১৩ মার্চ সকাল সোয়া ৮টার দিকে শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের চকঘোড়াপাখিয়া ধনিপাড়া গ্রামের একটি আমবাগানে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্পের অভিযানে ৮টি পিস্তল,১৪০ রাউন্ড গুলি ও ১৬টি ম্যাগজিনসহ আটক হন আলাউদ্দীন। এ ঘটনায় ওই দিনই শিবগঞ্জ থানায় আলাউদ্দীনকে একমাত্র আসামী করে মামলা করেন র‌্যাবের নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন মৃধা।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক(এসআই) মাসুদ রানা ২০১৬ সালের ১৩’এপ্রিল দু’জনকে অভিযুক্ত করে ট্রাইবুনালে চার্জশীট দাখিল করেন। ১৮ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে মঙ্গলবার ট্রাইবুনাল আলাউদ্দীনকে অস্ত্র ব্যবসায় জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন।

সীমান্তবাংলা/ শা ম/ ১৬ মার্চ ২০২১