চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর পুকুরটুলী সাগরনামে একমাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ২৮, ২০২২

 

পারভেজ মামুন চাঁপাইনবাবগঞ্জ ;

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় সাগর আলী (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত।
মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত সাগর জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পুকুরটুলী গ্রামের সাইদুলের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম বলেন, ২০২১ সালের ২৭ জুলাই র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সদর উপজেলার বারঘরিয়া বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ২ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয় সাগর। এ ঘটনায় ওইদিনই মামলা করেন র‌্যাবের উপপরিদর্শক মিথুন ইসলাম। ২০২১ সালের ২৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক সুজন খান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।