চাঁদপুরে নির্বাচনী অচরন বিধি না মেনে চলছে নির্বাচনী প্রচারনা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ১, ২০২১

ডেস্ক নিউজ;

আগামি ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে চাঁদপুর সদরের ১০টিসহ দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ১০ ইউনিয়নে মোট প্রার্থী ৪০৮ জন প্রার্থী প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৪ জন, সাধারণ সদস্য পদে ২৯৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৬ জন। আর দুটি ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইতিমধ্যেই বিনাপ্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের আচরণবিধি নিয়ে সরকারে কঠোর নির্দেশনা থাকলেও তা লঙ্ঘনের হিড়িক থেমে নেই। মিছিল-শোডাউন নিষিদ্ধ থাকলেও দ্বিতীয় ধাপের প্রার্থীরা প্রতীক পেয়ে মিছিল-শোডাউন করছে। দেয়ালে পোস্টার স্যাঁটানো নিয়ম না থাকলেও সেটি মানছেন না চেয়ারম্যান প্রার্থীরাও। খোদ ইউনিয়ন পরিষদ ভবনের দেয়ালেও বর্তমান চেয়ারম্যান প্রার্থীদের পোস্টার লাগানো দেখা গেছে। আবার কোন কোন ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন চাঁদপুর টাইমসকে জানান, ‘আমাদের নির্বাচনী প্রস্তুতি প্রায় সম্পন্ন। চাঁদপুরের ১০টি ইউনিয়নে মোট ১০৫ টি কেন্দ্র এবং ৫৭১ বুথ রয়েছে। এখনো পর্যন্ত প্রিসাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়নি। আগামি ৫/৬ তারিখের মধ্যে তাদের নিয়োগ দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

সীমান্তবাংলা/রম/০১ নভেম্বর ২০২১