চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন উখিয়ার সালেহ আকরাম বাপ্পী

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ১, ২০২২

ইব্রাহীম মোস্তফা উখিয়া ;

সদ্য ঘোষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বাসিন্দা সালেহ আকরাম বাপ্পী।

৩১ জুলাই (রবিবার) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরে অনুমোদিত হয় এই কমিটি।

পালংখালীর থাইংখালী গ্রামে জন্ম নেওয়া বাপ্পী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ও দীর্ঘদিন ধরে চট্টগ্রাম অঞ্চলে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ইউনিট খ্যাত চবি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

বাপ্পীর পিতা, আওয়ামীলীগ নেতা আলতাজ আহমেদ পালংখালী ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও থাইংখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে দক্ষ সংগঠক হিসেবে পরিচিত বাপ্পী সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর বলেন,
“এই অর্জন আগামীর পথচলায় প্রেরণা জোগাবে,শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি সবার দোয়া কামনা করছি। ”

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত উখিয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন এর বর্তমান সভাপতির দায়িত্বও পালন করছেন বাপ্পী।