ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুৎহীন নিউজিল্যান্ড

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩

 

ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট :

সাইক্লোন গ্যাব্রিয়েল ধেয়ে আসছে নিউজিল্যান্ডের দিকে । এতেই বিদ্যুৎহীন হয়ে পড়েছে দেশটির নর্থ আইল্যান্ডের বহু এলাকা।

সাইক্লোনটি এখন ক্যাটাগরি দুইয়ে নেমে গেছে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের আবহাওয়া বিভাগ। খবর বিবিসির।

নিউজিল্যান্ডের আবহাওয়া বিভাগের মতে, নর্থল্যান্ড ও অকল্যান্ডে এই মুহূর্তে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগেই বন্যার কারণে নর্থ আইল্যান্ডের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময়ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছিল নর্থ আইল্যান্ড।

এদিকে সাইক্লোন গ্যাব্রিয়েল যতই এগিয়ে আসছে তীব্র বাতাস ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছ, নর্থ আইল্যান্ডে প্রায় ২২ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ পুনরায় ঠিক করতে কয়েক দিন পর্যন্ত লাগতে পারে বলে বাসিন্দাদের জানিয়ে দেয়া হয়েছে।

ফার নর্থের মেয়র মোকো টেপানি জানিয়েছেন, তীব্র বাতাসের কারণে মনে হচ্ছিল আমার ঘরের ছাদ উড়ে যাবে। আর বন্যাপ্রবণ এলাকার মানুষজনকে আগেভাগেই অন্যত্র আশ্রয় নিতে সতর্ক করে দেয়া হয়েছে।