ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে গাড়ি উপহার দিল রেডিয়েন্ট ফার্মা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া;

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ জোয়ানদের দায়িত্ব ও কর্তব্য পালন করতে গিয়ে পরিবহন সংকটে ছিল।তাদের যাতায়াতের সুবিধার্থে একটি পিকআপ গাড়ি উপহার দিয়েছে দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান’রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড’।

৪ সেপ্টেম্বার(শনিবার) দুপুরে বান্দরবানে, পুলিশ সুপার জেরিন আকতারের নিকট উক্ত উপহার দেওয়া গাড়ির চাবি হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধি-কর্মকর্তারা।

চাবি হস্তান্তর কালে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট গার্ডেনের পরিচালক (সাপ্লাই এন্ড চেইন)এম.এ লতিফ জাহেদী, ডিজিএম(সেলস)আলাউদ্দিন আহামদ,রেডিয়েন্ট গার্ডেনের পরিচালক (সার্ভিস)মুস্তাফিজুর রহমান, ঘুমধুমস্থ রেডিয়েন্ট গার্ডেনের প্রকল্প সমন্ধয়কারী মশহুর উর আলম লিটন,স্থানীয় প্রতিনিধি ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি এম ছৈয়দুল বশর প্রমুখ।

এসময় বান্দরবান পুলিশ সুপার (এসপি)জেরিন আকতার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন,পাহাড়ে উন্নয়নের ছোয়া লেগেছে।দিন-দিন এগিয়ে যাচ্ছে দেশ।ধারাবাহিকতায় পাহাড়ের সোর্ন্দয্যবধর্ণে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি পুলিশের নিকট গাড়ি প্রদান করে ভার্বমূতি উজ্জ্বল করেছে।তেমনি পুলিশও ঋণী হয়ে থাকলো এ শিল্প প্রতিষ্ঠানের প্রতি।এসপি রেডিয়েন্ট গ্রুপের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

সীমান্তবাংলা / ৪ সেপ্টেম্বর ২০২১