ঘুমধুম পুলিশের অভিযানে নিষিদ্ধ বিয়ারসহ দুইজন আটক টমটম জব্দ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ১৩, ২০২১

 

নিজস্ব প্রতিবেদক,উখিয়া;

ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ ক্যান নিষিদ্ধ বিয়ার সহ ২ মাদক কারবারিকে আটক করেছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক
মুহাম্মদ আলমগীর হোসেন ও ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেনের সার্বিক তত্বাবধায়নে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই মুখলেছুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ১২ জুন বিকেলে ঘুমধুমের ঘোনার পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১, ব্লক-এ১ (হেড মাঝি-শুক্কুর) আশ্রিত রোহিঙ্গা হামিদ হোসেনের ছেলে মিজান ওরফে আজগর আলী(২৪),টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আতুরবর ঘোনার আবু সিদ্দিকের ছেলে জাফর আলম(৪৯)কে আটক করতে সক্ষম হয়।এসময় তাদের হেফাজত থেকে ৪০ ক্যান নিষিদ্ধ বিয়ার জব্দ করা হয়।যার মুল্য ২০ হাজার টাকা।এসময় বিয়ার বহন করার দায়ে একটি টমটমও জব্দ করা হয়।যার মুল্য ৯০ হাজার টাকা।

এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন,থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

এম.এ.রহমান সীমান্ত/ ১৩ জুন ২০২১