ঘুমধুমে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ বালুখালী ক্যাম্পের রোহিঙ্গা সরওয়ার গ্রেফতার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১

এম. এ. রহমান সীমান্ত:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ওসমান সরওয়ার(২৩) নামের এক মাদক কারবারি রোহিঙ্গা গ্রেফতার হয়েছে।ধৃত মাদক কারবারি উখিয়ার বালুখালী ক্যাম্প-‘র ব্লক-বি/১৭, হেডমাঝি সোনালী,শেডমাঝি আবু তৈয়বের অধীনস্থ আবুল মনছুরের ছেলে।যার (রোহিঙ্গা উপকারভোগী) এফসিএন নং-১৩৩৬৯৪।

১৪ অক্টোবর দুপুর পৌণে ২টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নং (ওয়ার্ডের টিভি টাওয়ার সংলগ্ন)পাঁকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশী কালে ইয়াবাসহ উক্ত মাদক কারবারি কে গ্রেফতার করা হয়।তার নিকট থেকে ৫ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।যার মূল্য ১৬ লাখ ৬৫ হাজার টাকা।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন’র দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক)মোঃদেলোয়ার হোসেন,অভিযানে আরো ছিলেন এসআই মোঃ আল আমিন,এএসআই অলী উল্লাহ সহ সঙ্গীয় ফোর্স।

এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

সীমান্তবাংলা/রম/১৪ অক্টোবর ২০২১