ঘুমধুমে র‍্যাবের অভিযানে বিদেশী মদ, বিয়ার, বিদেশী সিগারেট সহ আটক-১

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২

 

নিজস্ব প্রতিবেদক ;
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম এলাকা হতে ১৫৭ বোতল বিদেশী মদ, ১৯২ ক্যান বিয়ার ও ৯৫ কার্টুন বিদেশী সিগারেটসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

গতোকাল (১৩ জানুয়ারী) রাত আনুমানিক ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি টহল দল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নস্থ ভাজাবোনিয়া সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা
করে। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি বস্তাসহ পালানোর চেষ্টাকালে নাইক্ষ্যংছড়ীর ঘুমধুমের মৃত অংপাইসা চাকমার ছেলে তোয়াইমং চাকমা (২৫) কে হাতেনাতে আটক করে।
ঘটস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির হাতে থাকা বস্তা ও আশপাশের এলাকা তল্লাশী করে ১৫৭ বোতল বিদেশী মদ, ১৯২ ক্যান বিয়ার ও ৯৫ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, উল্লেখিত মাদক এবং চোরাচালানকৃত মালামাল বিক্রি ও
পাচারের উদ্দেশ্যে সে উক্ত স্থানে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজুর জন্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

সীমান্তবাংলা / ১৪ জানুয়ারী ২০২২