ঘুমধুমে পাহাড়ী ঢলে মৎস্য পুকুরের ব্যাপক ক্ষতি, মাথায় হাত ছৈয়দুল বশরের!

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ২৯, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া;

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে গত তিনদিনের টানা অতিবর্ষণের কারণে পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে রক্ষা বাঁধ ভেঙ্গে ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি ছৈয়দুল বশরের ইজারা নেয়া অন্তত দুই একর মৎস্য পুকুরের অনুমান ১০ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে।

মৎস্য চাষী ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর দুঃখ ভারাক্রান্ত মনে বলেন,চলতি মৌসুমে রেডিয়েন্ট গ্রুপের মালিকানাধীন অন্তত দুই একর জায়গা ইজারা নিয়ে তিনটি পুকুরে মাছের চাষ করি।এতে রুই,কাতাল,মাগুর,তেলাপিয়া,কৈ সহ নানা প্রজাতির ৪ লাখ টাকার পোনা ছাড়ি।মৎস্য পুকুর পরিচর্যার শ্রমিক, মাছের খাবার সহ অনুসাঙ্গিক খরচ মিলে অন্তত ১০ লাখ টাকা বিনিয়োগ করি।গত দুই আড়াই মাস বয়সের মাছ বিক্রির জন্যও ধরা হয়নি।এমনি মুহুর্তেই গত ২৭ জুলাই শুরু হওয়া টানা প্রবল বৃষ্টিপাতের পাহাড়ী ঢলের পানি নেমে মৎস্য পুকুরে জমে রাতের বেলায় রক্ষা বাঁধ ভেঙ্গে সম্পূর্ণ মাছ ভেসে গেছে।আপ্রান চেষ্টা করেও রক্ষা করা সম্ভব হয়নি।এমন সময়ে ব্যবসায়ীক সুফল ভোগ করার আগেই স্বপ্ন ভেসে গেল।ধারদেনা করে বিনিয়োগ করা পুঁজি হারিয়ে মাথায় ওঠেছে আমার।

সীমান্তবাংলা / ২৯ জুলাই ২০২১