ঘুমধুমে অভিজাত খাদ্যের সম্ভার নিয়ে ড্রিমী ক্যাফে রেস্তোরাঁ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ১১, ২০২২

 

এম. এ. রহমান সীমান্ত;

কক্সবাজার-টেকনাফ সড়ক সংযুক্ত বাংলাদেশ-
মিয়ানমার মৈত্রী সড়ক লাগোয়া নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বেতবনিয়া বাজার সংলগ্ন একদল উদ্যোমী যুবকের স্বপ্নের প্রতিষ্ঠান ড্রিমী ক্যাফে রেস্তোরাঁ এন্ড কনভেশন হলের যাত্রা শুরু হয়েছে।সময়ের সাথে তাল মিলিয়ে অভিজাত খাদ্যের সম্ভার ও প্রাইভেট বিশ্রামাগার,বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের প্রতিশ্রুতিবদ্ধতার অঙ্গিকারে এ প্রতিষ্ঠান শুভ উদ্ধোধন করা হয়েছে।

১১ মার্চ জুমার নামায পরবর্তী উক্ত প্রতিষ্ঠানের যাত্রায় ফিতা ও কেক কেটে উদ্ধোধন করেন প্রধান অতিথি ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি মানবিক নেতা ছৈয়দুল বশর, দক্ষিণ ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক,দক্ষিণ ঘুমধুম মিসকাতুন্নবী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সেলিম উল্লাহ, দক্ষিণ ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম.ছৈয়দ আলম,সাংবাদিক শ.ম.গফুর, ঘুমধুমস্থ রেডিয়েন্ট গার্ডেনের প্রকল্প ব্যবস্থাপক মশহুর উর আলম লিটন,ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ সহসভাপতি ডাঃ শাহজাহান,মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম, মাষ্টার রেজাউল করিম চৌধুরী,ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন শিকদার,মাষ্টার আকতার উদ্দিন প্রমুখ।
এসময় ড্রিমী ক্যাফে রেস্তোরাঁ এন্ড কনভেশন হলের স্বত্বাধিকারী পক্ষের কামরুল হাসান শিমুল,মাষ্টার মোঃইউনুস,কামরুল হাসান সোহেল,পারভেজ মোঃসেলিম সহ প্রতিষ্ঠানের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সীমান্তবাংলা / ১১ মার্চ ২০২২