গার্মেন্টস শ্রমিক থেকে ভুয়া পুলিশের এস আই।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২২

 

নিজস্ব প্রতিবেদক
ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানায় কাজ করেন নাসির। রাতের বেলায় ডিউটি থাকায় দিনে ওয়াকিটকি নিয়ে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনকে তল্লাশির নামে হাতিয়ে নিতেন টাকা পয়সাসহ সঙ্গে থাকা যাবতীয় জিনিসপত্র। এমন প্রতারণার অভিযোগে নাসিরকে সম্প্রতি গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে মাইনুল ইসলাম নামে একজন ডেন্টাল টেকনোলজিস্ট এটিএম বুথে টাকা তুলতে গেলে তার গতিরোধ করেন নাসির। প্রথমে মাইনুলের পরিচয় জানতে চান। এরপর তার ব্যাগ তল্লাশি শুরু করেন। ওই সময় টহল পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে মাইনুল তাদের সব খুলে বলেন। এরপর টহল পুলিশের জিজ্ঞাসাবাদে নাসির একপর্যায়ে নিজেকে ভুয়া পুলিশ বলে স্বীকার করেন। তিনি এর আগে একই ধরনের অপরাধে মিরপুরেও গ্রেপ্তার হয়েছিলেন।

ওসি মোহাম্মদ মহসিন জানান, পকেটে ইউনিফর্ম পরা ছবি এবং কোমড়ে ওয়াকিটকি নিয়ে নাসির নিজেকে পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে পরিচয় দিতেন। ।

গ্রেপ্তারকৃত নাসির গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার আরোয়াকান্দি গ্রামের বাসিন্দা।