খোঁজি যারেঃ তারে পাই কই !!

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ২১, ২০২১

আলমগীর মাহমুদ;

বৃষ্টির ধারায় খালবিলে অর্থৈ জল । থামেনি এখনও, ঝরছেই.. তবে রাগত ধারায় নয়, যেন আছে আছে নাই নাই ভাবে !

এমনি আবহে, সেগুন পাতা মাথায়, দূ’হাত পেরেগের মত কষিয়ে, দূরত্ব হাসির ঝলকে, ফুরফুরে মেজাজে রাস্তায় ঠহলে মত্ত ছেলেবেলা।

সুখী সমৃদ্ধ ভালবাসায়, ভাবলেশহীন খেলার সাথীদের দরদে । নিজেকে ভাবের গাড়ী বানিয়ে আগের গাড়ীকে পাশ কাটাতে দৌঁড় দৌঁড়ভাবে, মুখে ‘পিফ পিফ হর্ণ’!

দূরত্ব ছেলেবেলার এমনি একঝাঁক । শুধুই তারা তারা। দৃষ্টিসীমানায় আসতেই মানসের আকাশে বিদ্যুৎ চমকে গেল ! ছবি যন্ত্রটি নিয়ে ধারন করতে করতেই তাদের জীবন গাড়ী ক্রস করে গেল মোরে!

পেছনে পড়ে যাওয়া গাড়ীটি থামাতেই অঙংসৌষ্টবে ছেলেবেলার যে অমীয় সৌন্দর্যের শোভা সেটি গেল নিভে , ছবি খেচা দেখে হাত নামিয়ে ফটোদোকানীর কাছে ছবি তোলতে যাওয়া পোঁজে !

ভাবনায় খেলে গেল,– যতদূর পাইছস এতদূর ধর ! এতদূর না মিললে কই পাবি তাঁরে !! হারিয়ে যাওয়া অকৃত্রিম ভালবাসার সেই ছেলেবেলারে !!

কি আর চান ভবে? যদি কেউ প্রশ্ন করে মোরে, ভণিতাহীন উত্তর মোর ” আমি আবার ছোট হতে চাই! ওদের মত সেই হারানো বন্ধুদের সাথে “পিফ পিফ হর্ণ দিতে চাই”…

এ প্রশান্তির কাছে জীবনের সব পাওয়া যে নস্যি! প্রশ্নবোধক! হিসেব কেতাবের জ্বলন্ত ব্রীকফিল্ড!!

লেখকঃ— বিভাগীয় প্রধান। সমাজবিজ্ঞান বিভাগ। উখিয়া কলেজ কক্সবাজার।
alamgir83cox@gmail. com