কাশ্মীর সীমান্তে সংঘর্ষে ভারতীয় সেনাসহ নিহত ৭

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২০

সীমান্তবাংলা ডেক্স : ভারতের উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলা সীমান্তে এক সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ চার সদস্য নিহত ও বিএসএফের দুই সদস্য আহত হয়েছেন। এছাড়া এসময় তিনজন সন্ত্রাসী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১টার দিকে কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

ভারতের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেন, উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরের কাছে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে একদল সন্ত্রাসী। আইন-শৃঙ্খল বাহিনীর তৎপরতায় সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে।

ওই কর্মকর্তারা বলেন, ‘অনুপ্রবেশে বাধা দেওয়ার সময় সংঘর্ষের সূত্রপাত। এতে তিন সন্ত্রাসী নিহত হয়। তবে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ তিন সদস্য ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান নিহত হয়েছেন।’

৮নভেম্বর/এডমিন/ইবনে

 

 

 

সংবাদটি শেয়ার করুন