কানসাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সেফাউল মুলক নির্বাচিত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ১৫, ২০২২

 

পারভেজ মামুন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে মটরসাইকেল প্রতীকে ১৫ হাজার ভোট চেয়ারম্যান পদে মোঃ সেফাউল মুলক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বেনাউল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৬৩৮ ভোট।

বুধবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। বিরতহীন ভোটগ্রহণ ভোটারদের মাঝে ছিলো আনন্দ, উৎসাহ আর উদ্দীপনা। তবে, প্রথমবারের মতো ইভিএম-এ ভোটগ্রহণ হওয়ায় ভোটাররা তাদের ভোটারাধিকার কম সময়ে সহজেই প্রয়োগ করতে পেরেছেন। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

১নং কেন্দ্রে মটরসাইকেল প্রতীক পেয়েছে ভোট ৫৯৫ ভোট, নৌকা প্রতীক ভোট পেয়েছে ১ হাজার ১৪৮ ভোট। ২ নং কেন্দ্রে মটরসাইকেল প্রতীক পেয়েছে ৯৫০ ভোট, নৌকা প্রতীক ভোট পেয়েছে ৮২০ ভোট, ৩নং কেন্দ্রে মটরসাইকেল প্রতীক পেয়েছে ১ হাজার ৯৭৬ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৮৫৬ ভোট, ৪নং কেন্দ্রে মটরসাইকেল প্রতীক পেয়েছে ১ হাজার ৮৪৮ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৯৩৭ ভোট, ৫নং মটরসাইকেল প্রতীক পেয়েছে ১ হাজার ৬৫১ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৭৫২ ভোট, ৬নং কেন্দ্রে মটরসাইকেল প্রতীক পেয়েছে ১ হাজার ৯৯২ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৪৬৮ ভোট, ৭নং মটরসাইকেল প্রতীক পেয়েছে ২ হাজার ৫৮ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৭৯৯ ভোট, ৮নং মটরসাইকেল প্রতীক পেয়েছে ১ হাজার ৮১১ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৯০০ ভোট, ৯ নং মটরসাইকেল প্রতীক পেয়েছে ২ হাজার ১২১ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ১ হাজার ৫৫ ভোট ও ১০ নং কেন্দ্রে মটরসাইকেল প্রতীক পেয়েছে ১ হাজার ৮২৫ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৯০৩ ভোট।

এব্যাপারে কানসাট ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তাসিনুর রহমান জানান, কানসাট ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে ১৫ হাজার ভোট চেয়ারম্যান পদে মোঃ সেফাউল মুলক নির্বাচিত হয়েছেন। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বেনাউল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৬৩৮ ভোট।