করোনায় আরও ৪০ মৃত্যু, আক্রান্ত সাড়ে তিন লাখ ছাড়াল

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০

সীমান্তবাংলা ডেক্স : দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক হাজার ৭০৫ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫০ হাজার ৬২১ জনে।

একই সময়ে সারাদেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৪০ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৯৭৯ জনে। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে এক হাজার ৭০৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। একই সময়ে নতুন করে ৪০ জন মারা যান। মারা যাওয়া ৪০ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৩ জন নারী। একই সময়ে দুই হাজার ১৫২ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ মানুষের সংখ্যা দুই লাখ ৫৮ হাজার ৭১৭ জন।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/ইবনে যায়েদ