প্রতিনিধি ২১ আগস্ট ২০২১ , ২:২৬:০০ প্রিন্ট সংস্করণ
বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজার শহরের হারুন ভিলা থেকে একটি মটর সাইকেল চুরি হয়েছে বলে জানা গেছে। শহরের মটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্যরা আবার সক্রিয় হয়ে উঠেছে।
গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে কক্সবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ডের পেশকার পাড়া এলাকার হারুন ভিলা থেকে এই মটর সাইকেল চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন চুরি হওয়া মটর সাইকেলের মালিক মোঃ শফিক আলম। মটর সাইকেল চুরির ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে দেখা যায়। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যায় একজন অজ্ঞাতনামা ব্যক্তি মটর সাইকেলটি হারুন সিকদার ভিলার প্রধান ফটক দিয়ে বের করে নিয়ে যাচ্ছে।
এই বিষয়ে মোঃ শফিক আলম বলেন, বাড়ির মালিকের অবহেলায় তার মটর সাইকেলটি চুরি হয়েছে বলে মনে করেন। এর আগে অনেক বার বাড়ির মালিককে একজন দারোয়ান নিয়োগ দেওয়ার জন্য ভাড়াটিয়ারা তাগাদা দিয়ে আসছে বলে জানা যায়। বাড়ির মালিক দারোয়ান নিয়োগ না দেওয়ায় মটর সাইকেলটি চুরি হয়েছে এমন ধারণা করেন চুরি হওয়া মটর সাইকেলের মালিক মোঃ শফিক আলম।
এই বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় ভুক্তভোগী শফিক আলম একটি অভিযোগ দায়ের করেছেন। গত বছরও পেশকার পাড়া এলাকা থেকে প্রবাসী আবু তাহের ভুট্টোর একটি মটর সাইকেল চুরি হয়েছিল বলে জানা যায়। জেলায় মটর সাইকেল চোরের একটি বড় সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটের সদস্যরা মাঝে মাঝে পুলিশি অভিযানে গ্রেফতার হলে কিছুদিন নিরব থাকে। পরে সুযোগ বুঝে আবার সক্রিয় হয়ে উঠে। বর্তমানে খবর নিয়ে জানা গেছে, মটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্যদের মধ্যে চিহ্নিত কয়েকজন সদস্য সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছে। এর আড়ালে শহরে মটর সাইকেল চুরির কর্মকান্ড চালিয়ে যাচ্ছে এমন অভিযোগও করছে শহরের সচেতন মহল।
ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন-
সীমান্তবাংলা / ২১ আগষ্ট ২০২১