কক্সবাজার রামুতে র‍্যাবের হাতে ইয়াবা ও বিয়ার সহ ৩ জন আটক

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১

কক্সবাজার জেলার রামু থানাধীন চেইন্দা এলাকায় চেকপোস্ট স্থাপন করে ১৭
ক্যান বিয়ার এবং ২৩০ পিস ইয়াবাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার
করেছে র‌্যাব-১৫।

দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাবের মাদক বিরোধী অভিযান দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক
বিশেষভাবে প্রশংসিত হয়ে আসছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে
যে, কতিপয় মাদক কারবারী একটি মোটরসাইকেলযোগে মাদকদ্রব্য বহন করে উখিয়া থেকে কক্সবাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক
দল (৬ এপ্রিল ২০২১) মঙ্গলবার আনুমানিক ১১.৩০ মিনিটের সময় কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউপিস্থ চেইন্দা ইন্টারন্যাশনাল এ্যামাউজমেন্ট পার্ক এ্যান্ড রিসোর্ট এর
সামনে টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু
করে। তল্লাশীর একপর্যায়ে মোটরসাইকেলটি চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ
থামানোর সংকেত দিলে তিনজন ব্যক্তি মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। সৈয়দুল হক (২৭), পিতা- নুরুল আলম, মাতা- নূরে আয়েশা, সাং- পাগলীর
বিল, ০২ নং ওয়ার্ড, ২। মোঃ সালাউদ্দিন (২৫) পিতা- কাদির হোসেন, মাতা- গুলজার
বেগম, সাং- মরিচ্যা, ০১ নং ওয়ার্ড, ৩। আহম্মদ কবীর (৩৬), পিতা- মোঃ হোসেন,
মাতা- ছমুদা বেগম, সাং- পাগলীর বিল, ০২ নং ওয়ার্ড, সর্বইউপি- হলুদিয়াপালং,
থানা- উখিয়া, জেলা- কক্সবাজার’দেরকে আটক করে।

পরবর্তীতে উপস্থিত জন সম্মুখে আটক আসামীদের হাতে থাকা প্লাস্টিকের বস্তা
তল্লাশী করে ১৭ (সতের) ক্যান বিয়ার এবং তাদের দেহ তল্লাশী করে ০১ নং আসামীর পরিহিত
ট্রাউজারের পকেট হতে মোট ২৩০ (দুইশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদকদ্রব্য টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিলো।

আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রামু থানায় হস্থান্তর করা হয়েছে।

সীমান্তবাংলা/ শা ম/ ৬ এপ্রিল ২০২১