কক্সবাজার জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক রহিম স্বাক্ষরিত সকল উপজেলা কমিটি বাতিল করলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২

 

বার্তা পরিবেশক

জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় ধানমন্ডির ৩/ এ বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ কক্সবাজার জেলা শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সাক্ষাৎ পরবর্তী এক আলোচনা অনুষ্ঠিত হয়।এতে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান,কার্যনির্বাহী সভাপতি সাইফুল আলম মানিক, বিল্ববী সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর, কেন্দ্রীয় সহ সভাপতি আবুল বশর চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত আহবায়ক নাছির উদ্দীন মানিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদ্বয় এ কে এম আজিজুল হক চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব এম এ গফফার কুতুবী সহ একাধিক নেতৃবৃন্দ।সভায় কক্সবাজার জেলায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডের দায়ে জেলা কমিটির আহবায়ক মাষ্টার আবদু রহিম কতৃক ঘোষিত ও একক স্বাক্ষরিত জেলার আওতাধীন সকল আহবায়ক কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখা হয়।

এছাড়া কেন্দ্রীয় কমিটির নির্দেশে এ কে এম আজিজুল হক চৌধুরী ও এম এ গফফার কুতুবীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তাদের পরামর্শে সদস্য সচিব মোঃ তৈয়বের সাথে সমন্বয় করে আগামী ২০ জানুয়ারির মধ্যে কক্সবাজার জেলার সম্মেলন করার জন্য নির্দেশ প্রদান করেন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন,টেকনাফের সাধারণ সম্পাদক জসিম উদদীন সহ সভাপতি জাফর আলম,রামুর সাবেক সভাপতি ও জেলা সদস্য মোঃ সেলিম ও মিয়া হোসেন,মহেশখালীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক মিয়া,মহেশখালী নেতা কাওসার সিকদার ও জাহাঙ্গীর আলম,পেকুয়ার সাধারণ সম্পাদক আবদুল্লাহ ছিব্বির সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক সহ একাধিক নেতৃবৃন্দ।