কক্সবাজারে শিক্ষানবিশ আইনজীবিদের মিলনমেলা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ২০, ২০২১

ইউসুফ আরমানঃ

ব্যাপক-উৎসাহ উদ্দীপনা ও সফলতার মধ্যদিয়ে কক্সবাজারে শিক্ষানবিশ আইনজীবীদের মিলন মেলা সম্পন্ন হয়েছে।
জীবন অনেকটা বয়ে চলে নদীর মতো। নদীতে যেমন জোয়ার আছে তেমনি ভাটা ও আছে। জীবনে তেমনি সুখ-দুঃখ, আনন্দ-বেদনা এবং হাসি-কাঁন্না। প্রত্যেহিক প্রয়োজনে ছক বাঁধা জীবনের প্রায়শই একঘেয়ে লাগে। হঠাৎ কয়েক জনের উদ্যোগে মিলন মেলার আয়োজন খুবই আনন্দের সাথে সম্পন্ন হয়েয়ে।

এক ঝাঁক উচ্ছল প্রাণ পাখির মতো উড়তে চায় আইনের শিক্ষার্থী,নতুন কিছু পাওয়ার আশায় ছুটেছিল শিক্ষানবিশ আইনজীবী।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতিস্থ শিক্ষানবিশ আইনজীবীদের উদ্যোগে নৈসর্গ লীলাভূমি বালুকাময় কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল বীচ পয়েন্টে শিক্ষানবিশ আইনজীবী মিলন মেলা-২০২১ আয়োজন করা হয় ।

মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ আইনজীবী আবুল কালাম সিদ্দিক।
তিনি বলন, আজকের শিক্ষানবিশ আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। আইন অঙ্গনের আইকন ভালবাসার নিদর্শন। ন্যায় বিচার প্রতিষ্ঠার কান্ডারী। কিন্তু আদালতে সিনিয়র আইনজীবীদের প্রতি সম্মান-শ্রদ্ধা দেখা একজন শিক্ষানবিশ আইনজীবীদের দায়িত্ব ও কর্তব্য বটে।
তিনি অারো বলেন, আশাবাদী আজ থেকে সবাই আদব কায়দা নিয়ে পথ চলবে সে প্রত্যাশা করি।
উক্ত অনুষ্ঠানে ১১০জন শিক্ষানবিশ আইনজীবী অংশ গ্রহণে একাত্বতা প্রকাশ করেন।

দীর্ঘ  কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে এবং কঠোর পরিশ্রমের বিনিময়ে শিক্ষানবিশ আইনজীবীদের একটি সুসংগঠিত ঐক্য সম্প্রীতির শিক্ষা-প্রগতি, শান্তি-শৃংখলা বজায় রাখার প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে। এখানে শিক্ষানবিশ আইনজীবীগণ সুক্ষ-তীক্ষ্ণ ঐক্য সৌহার্দপূর্ণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ।

মিলন মেলায় প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন, মোজাম্মেল হক, ইউসুফ আরমান, রাজিব দাশ রাজু, জসিম উদ্দিন, বিপন চন্দ্র, এস.কে রাব্বানী, আজিজুর রহমান, মোহাম্মদ মোহসেন, আরজু বড়ুয়া, তাসনোভা খানম রোজি।

এতে অংশ গ্রহণ করে মিলন মেলা অনুষ্টান প্রাণবন্ত করেছে সাজ্জাদুল আকবর, সাইফুল ইসলাম, এস্তে ফারুক, নয়ন, ফয়েজ, নারায়ন দাশ নিহার, রেজাউল করিম, আরমান, কনিকা, বর্ণালী বড়ুয়া, ফরিদুল আলম, মঈন উদ্দিন, মোস্তাক আহমেদ প্রমুখ।

আনন্দের মাঝে ডুবে ছিলাম সবাই। একটি দিন এমনভাবে কাটল আনন্দ মুখর পরিবেশ যা প্রত্যেক শিক্ষানবিশ আইনজীবীগণের জীবনের প্রথম। যার অনুভূতি অন্যরকম। এমন স্মৃতি জীবনে কখনো ভুলবে না।

সীমান্তবাংলা/ শা ম/ ২০ মার্চ ২০২১