এক ঘণ্টার সিভিল সার্জন স্কুলছাত্রী মনিরা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২

ডেস্ক রিপোর্ট ;

এক ঘন্টার সিভিল সার্জন হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করেছে দশম শ্রেণির ছাত্রী মনিরা আক্তার (১৬)।

মঙ্গলবার (১১ অক্টোবর) ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের (এনসিটিএফ) আয়োজনে সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমানের দায়িত্ব এক ঘণ্টার জন্য পালন করে মনিরা।

মনিরা ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর এলাকার আনিছ খানের মেয়ে।

এক ঘন্টার জন্য সিভিল সার্জনের দায়িত্ব গ্রহণের পর মনিরা তার প্রতিক্রিয়ায় বলেন, আমি নিজেই একজন শিশু, কিন্তু আমি এত বড় একটি দায়িত্ব পাওয়ায় গর্ববোধ করছি। দিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে সুযোগ পেলে জেলার হাসপাতালগুলোতে নারী ও শিশুবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করার চেষ্টা করব।

সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘শিশুদের সুন্দর জীবন গঠনের জন্য সুস্বাস্থ্য অতি জরুরি। মনিরা আক্তারের সব সুপারিশ আমি আমলে নিয়ে বাস্তবায়ন করব।’

ফরিদপুর ন্যাশনাল চিল্ডেন টাস্ক ফোর্সের সহসভাপতি মোহাম্মদ তুষার আব্দুল্লাহ বলেন, কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের এই আয়োজন। দেশের ৬৪ জেলার মধ্যে ৪০টি জেলায় এ কার্যক্রম চলছে।