একই মাঠে যৌতুকবিহীন ২০ বিয়ে!

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০১৯

ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের আয়োজনে দিনাজপুরের বীরগঞ্জে ২০ জোড়া অসহায় তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। পাশাপাশি নব দম্পতিদেরকে দেওয়া হয়েছে সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্রও।

যৌতুকের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

গতকাল (শুক্রবার) বিকালে দিনাজপুরের বীরগঞ্জের বটতলী ফয়জিয়া মদিনাতুল উলুম মাদরাসা মাঠে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকার মানুষ ওই মাঠে আসেন যৌতুকবিহীন বিয়ে দেখার জন্য। পরে ২০ জোড়া তরুণ-তরুণীকে বর ও কনে সাজিয়ে আনা হয়। বিয়ে পড়ান মাওলানা আবেদ আলী।

নববিবাহিতদের দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি কামনায় তাদের জন্য দুয়া কামনা করা হয়। পরে নব দম্পতিদের হাতে সেলাই মেশিন, ছাগল, লেপ-তোশক, রান্নাঘরের আসবাবপত্র, হাড়ি পাতিলসহ সাংসারিক প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র বিতরণ করে ইসলাহুল মুসলিমিন পরিষদ।