উ‌খিয়ায় উপকুল জা‌লিয়াপালং‌য়ে মৎস‌্যজী‌বি লী‌গের ‌‌জনকল‌্যাণমুলক সভা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১
সীমান্তবাংলা ডেক্স : জা‌লিয়াপালং ইউনিয়ন মৎস‌্যজী‌বি লী‌গের প্রধান সমন্বয়ক শ‌ফিউল আলম ও আব্বাস উ‌দ্দি‌নের নেত‌ত্বে আ‌য়ো‌জিত সে‌মিনা‌রে সভাপ‌ত্বি ক‌রেন ৪নং ওয়ার্ড় মৎস্যজীবি লীগ সভাপতি  আহম্মদ  হোসেন
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ ঐক্য কর্ম প্রগতি’র স্বচ্ছ ধারায় প্রধানমন্ত্রীর উন্নয়‌নের ধারাবা‌হিকতা এ‌গি‌য়ে নি‌তে সক‌লের প্রতি একতা থাক‌তে বলা হয়।
সমুদ্র উপকুলীয় এলাকার অব‌হে‌লিত মৎস‌্যজী‌বি‌দের জন‌্য কর্মমু‌খি প্রকল্প চালুর মাধ‌্যমে সহ‌যো‌গিতায় উপ‌জেলা ও জেলা প্রশাসনসহ সরকা‌রের প্রতি দৃ‌ষ্টি আকর্ষণ করা হয়।
আজ (২৭‌ফেব্রুয়ারী) সাড়ে ৩টায় অনুষ্ঠিত সভায় বক্তব‌্য রা‌খেন জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল আলম শফি, সাধারন সম্পাদক এসএম আব্বাসউদ্দীন জয়। এবং ওয়ার্ড সম্পাদক র‌বিউল আলম। এ‌
তে পবিত্র  কোরান তেলাওয়াত মোহাম্মদ মামুন। সভা চলাকা‌লে  ভিডিও কলের মাধ্যমে  বক্তব্য রা‌খেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক এমএ গাফ্ফার কুতুবী মৎস‌্যজী‌বি‌দের ভাগ‌্য উন্নয়‌নে অনু‌প্রেরনামুলক পরামর্শ এবং জাতীয় অর্থনী‌তি‌তে মৎস‌্যজী‌বি‌দের ভু‌মিকার কথা তু‌লে ধ‌রেন
২৭ জানুয়ারি/এডমিন/ইবনে যা‌য়েদ 

সংবাদটি শেয়ার করুন