উ‌খিয়ার হল‌দিয়ায় মৎস‌্যখামা‌রের উ‌দ্যোগ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১

উ‌খিয়া প্রতি‌নি‌ধি : উপ‌জেলা মৎস‌্যজী‌বি লীগ উ‌খিয়ার তৃণমুল হল‌দিয়া উত্তর বড়‌বিল শাখার কর্মী‌দের আ‌র্থিক সহায়তায় সমবায় ভি‌ত্তিক মৎস‌্য খামারের উ‌দ্যোগ নেয়া হ‌য়ে‌ছে।

১৭‌সে‌প্টেম্বর,২০২১ শুক্রবার বিকাল ৪টায় উত্তর বড়‌বিলে অনু‌ষ্টিত সভায় সভাপ‌তিত্ব ক‌রেন আবুল কালাম।

এ‌তে প্রধান অ‌থি‌তি উপ‌জেলা মৎস‌্যজী‌বি লীগ উ‌খিয়া শাখার আহবায়ক সাংবা‌দিক মোস‌লেহ উ‌দ্দিন ব‌লেন, দেশের লোক সংখ‌্যার ১১শতাংশের অধিক মানুষ মৎস‌্য খা‌তে জীবন ধারণ করে। গেল ৫বছরে এখাতে সমুদ্র থে‌কে আহর‌ণের পাশাপা‌শি ব‌্যাক্তি উ‌দ্যো‌গে কর্ম সংস্থানের সুযোগ হ‌য়ে‌ছে প্রায় ৬ লক্ষাধিক লোকের।

তাছাড়া, মেধাসম্পন্ন জাতি গঠনে মৎস্য খাতের অবদানসহ জাতীয় ক্ষে‌ত্রে এ মৎস‌্যখাত এক‌টি সম্ভাবনাময় পেশা। যা দেশের আর্থসামাজিক উন্নয়‌নে মৎস্য সম্পদ অনেকাংশেই নির্ভরশীল। এ‌তে বি‌শেষ অ‌থি‌তি ছি‌লেন উপ‌জেলা মৎস‌্যজী‌বি লী‌গের যুগ্ন আহবায়ক৩ মু‌মিন সিকদার, সঞ্চালনা ক‌রেন সাধারণ সম্পাদক আবুল কা‌সেম প্রমুখ।

১৭‌সেপ্ট২১/মউ