উ‌খিয়ার পালংখালীতে মৎস্যজীবি লী‌গের সাংগঠ‌নিক সমা‌বেশ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ১, ২০২১
{“uid”:”88C09FFC-4710-4C38-AC16-83A74253918F_1622486866966″,”source”:”other”,”origin”:”unknown”}

প্রেস‌বিজ্ঞ‌প্তি : বাংলা‌দেশ আওয়ামী মৎস্যজীবি লী‌গ উ‌খিয়া উপ‌জেলা শাখার সাংগঠ‌নিক কার্যক্রম উপল‌ক্ষে পালংখালী‌তে আ‌য়ো‌জিত সমা‌বে‌শে কক্সবাজার জেলা শাখার সভাপ‌তি এ‌কেএম আ‌জিজুল হক চৌধুরী ব‌লেন, দে‌শে উন্নয়‌নের ধারাবা‌হিকতা অব‌্যাহত রাখ‌তে সংগঠ‌নের সকল‌ কর্মী নেতা‌দের আন্ত‌রিকতার সা‌থে কাজ কর‌তে হ‌বে।

দ‌লের চে‌য়ে দেশ বড়, দেশ ও দ‌শের কল‌্যা‌ণে কাজ কর‌তে হ‌লে তৃৃণমুল পর্যা‌য়ে মৎস‌্য সম্প্রদায়‌কে ঐক‌্যবদ্ধভা‌বে গ‌ড়ে তুলে সাংগঠ‌নিক ভিত মজবুত কর‌তে হ‌বে। শুধু সংগঠ‌নের পদপদ‌বি ব‌্যাবহার কর‌লে নেতা হওয়া যায়না। এজন‌্য সরকা‌রের পাশাপা‌শি উন্নয়ন কর্মকান্ডে নি‌জে‌দের জন‌প্রিয়তায় এ‌গি‌য়ে আস‌তে হ‌বে।

গতকাল সোমবার বি‌কে‌লে পালংখালী ইউনু‌চের বা‌ড়ির উঠা‌নে সমা‌বে‌শে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা আওয়ামী মৎস‌্যজী‌বি লী‌গের আহবায়ক সাংবা‌দিক মোস‌লেহ উ‌দ্দিন, রাজাপালং ইউ‌নিয়ন সভাপ‌তি মো: ইসমাইল র‌নি, মো: সে‌লিম উ‌দ্দিন, আ‌জিজ উ‌দ্দিন, মো: ইউনুচ, জালাল উ‌দ্দিন, জাহাঙ্গীর আ‌জিজ, ভুল মিয়া, সাইফু‌দ্দিনসহ আরও অ‌নে‌কেই।

 

সীমান্ত বাংলা ডেস্ক

 

সংবাদটি শেয়ার করূন