উপজেলা প্রেসক্লাব উখিয়া কর্তৃক মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা সম্পন্ন।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ২৮, ২০২২

 

নিউজ ডেস্কঃ

মহান স্বা‌ধীনতা দিবস উপল‌ক্ষে উপজেলা প্রেসক্লাব উ‌খিয়া কর্তৃক ২৬-শে মার্চ মহান স্বাধীনতার তাৎপর্য শীষক আলোচনা সভা সম্পন্ন হ‌য়ে‌ছে।

আজ ২৮-শে মার্চ-২২ বিকাল ৪টায়, উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উক্ত ক্লাবেত সম্মানিত সভাপতি সাংবাদিক মোস‌লেহ উ‌দ্দিন এর সভাপ‌তিত্বে অনুষ্ঠিত উক্ত পুর্বঘো‌ষিত আলোচনা সভায় অন‌্যান‌্যদের ম‌ধ্যে আরও উপস্থিত ছিলেন অত্র ক্লা‌বের সাধারন সম্পাদক এম আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপ‌তি এম আর আয়াজ র‌বি, সহ-সভাপ‌তি শাকুর মাহমুদ চৌধুরী, আবদুর র‌হিম, জা‌হেদ আলম, এন আলম সিকদার, জয়নাল উ‌দ্দিন, কামাল উ‌দ্দিন জয়, মো: ই‌লিয়াছ, প্রমুখ।

সভাপতির বক্তৃতায় মোসলেহ উদ্দিন বলেন, স্বাধীনতার সুফল মানুষ ভোগ করছেন। আজ স্বাধীনতার ৫১তম বর্ষ অতিক্রান্ত হতে চলছে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাধারন মানুষের ভাগ্যোন্নয়নে সাংবাদিকদের ভুমিকা অনস্বীকার্য। তাই উপজেলা প্রেসক্লাবের সকল সহযোদ্ধারা এক যুগে সত্য, নিরপেক্ষ, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে যুগের সাথে তাল মিলিয়ে দেশ ও মানবতার সেবায় এগিয়ে থাকবেন।

বক্তব্যে সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এম আর আয়াজ রবি বলেন, জাতির শ্রেষ্ট সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। ত্রিশলক্ষ শহীদ ও তিনলক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আজকের ২৬-শে মার্চ যুদ্ধ ঘোষণার মাধ্যমে শুরু হয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সম্মুখ সমরে শত্রুর বিরুদ্ধে আপোষহীন যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আজকে আমরা ভোগ করছি।

সীমান্তবাংলা / ২৮ মার্চ ২০২২