উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশনের কমিটি গঠন; গবেষণা ও লাইব্রেরি সেক্রেটারি তানজিদ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ১২, ২০২২

সম্প্রতি উখিয়া স্টুডেন্টস এসোসিয়েন (২০২১-২০২২)’র নব-নির্বাচিত কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

০২মে (সোমবার)-২০২২ইং এই কমিটি (আংশিক) ঘোষনা করা হয়। কমিটিতে শিক্ষা গভেষণা ও লাইব্রেরি সম্পাদক (Education and library secretary) হিসেবে মনোনীত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র আতিকুর রহমান তানজিদ।
সভাপতি হিসেবে মনোনীত হয় সালেহ আকরাম বাপ্পীকে এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন সাখাওয়াত তারেক। উক্ত কমিটির মাধ্যমে
উখিয়ার প্রত্যান্ত অঞ্চলে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র সমাজের সামগ্রিক উন্নতি সাধনে বদ্ধ পরিকর। উল্লেখিত কমিটির নব-নির্বাচিত শিক্ষা এবং লাইব্রেরি সেক্রেটারি সম্পাদক আতিকুর রহমান তানজিদ বলেন, শিক্ষা ক্ষেত্রে
যুগান্তকারী পরিবর্তন, গভেষণা ভিত্তিক অধ্যয়ন, এবং গ্রামে গ্রামে পাঠাগার প্রতিষ্ঠা করাটা আবশ্যক বলে জানান। তিনি আরো বলেন সবার সহযোগিতায় যত দ্রুত সম্ভব এ লক্ষ্য বাস্তবায়নে সক্ষম হবে ।
দীর্ঘদিনের ঘুণেধরা সমাজ-ব্যবস্থা পরিবর্তনে উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য পরিবর্তন সাধন করবে বলে বিশ্বাস এমনটাই ধারণা সাধারণ মানুষের।