উখিয়ায় ৪৬৫৮৭ শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ৩, ২০২১

 

নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজারঃ

উখিয়ায় অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ৪৬ হাজার ৫ শত ৮৭ জন শিশুকে উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়।আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ড শুরু হবে ।

এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা, ডা: রনজন বড়ুয়া রাজনের সভাপতিত্বে এক অবহিতকরণ ও পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয় ৷

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দীন আহমেদ।
সভায়, বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার, উখিয়া থানার অফিসার ইনচার্জ,আহমদ সনজুর মোরশেদ,মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. এহেছান উল্লাহ সিকদার।এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক , স্বাস্থ্য সহকারী, ইপিআই টেকনিশিয়ান , নার্স সাংবাদিক , ইমাম ও বিভিন্ন পেশার ব্যাক্তিবর্গ।

সীমান্তবাংলা / শ.ম.গফুর/ ৩ জুন ২০২১