উখিয়ায় ২৮টি অবৈধ বালুর মহাল বন্ধ, ড্রেজার মেশিন জব্দ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১

এম.এ.রহমান সীমান্ত ,উখিয়া :ক্সবাজারের উখিয়ার থাইংখালীতে বনবিভাগের সাড়াশি অভিযানে ২টি অবৈধ ঘর উচ্ছেদ ও ২টি ড্রেজার মেশিন জব্দ এবং ২৮ বালু উত্তোলনের পয়েন্ট বন্ধ করা হয়েছে।

৯ ডিসেম্বর বিকেলে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিঅর,দায়িত্ব প্রাপ্ত সহকারী,বনসংরক্ষক আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে থাইংখালীর তেলখেলার পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা ২৮ টি বালুর পয়েন্টে লাল পতাকা উড়িয়ে বন্ধ করে দেওয়া হয়।

এসময় উখিয়া রেন্জ কর্মকর্তা গাজী শফিউল আলম সহ থাইংখালী, দোছড়ি,উখিয়া সদর,ওয়ালা ও ভালুকিয়ার বনবিট অফিসার ও ভিলেজার গণ সাথে ছিলেন।

এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বন কর্মকর্তারা।

সীমান্তবাংলা/রম/০৯ ডিসেম্বর ২০২১