উখিয়ায় সমাজ সেবা অধিদপ্তরে সেমিনার অনুষ্ঠিত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া;

কক্সবাজারের উখিয়ায় উপজেলা পর্যায়ে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত কর্মসূচি সমূহ বাস্তবায়নে অগ্রগতি ও অংশীজনের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ সেপ্টম্বর) উপজেলা পরিষদ হলরুমে সমাজ সেবা কার্যালয় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম। এতে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সফি উদ্দিন মিতুল। সূচনা বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল কাশেম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সরকারি শিশু কেন্দ্রের উপ-তত্ত্বাবধায়ক তানজিন আফরিন ও উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুননেছা বেবী ।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার , উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এহসান উল্লাহ সিকদার,রত্নাপালং ইউপির চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী , পালংখালী ইউপির চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী, রাজনীতিবিদ আদিল চৌধুরী, মুক্তিযোদ্ধা মধুসূদন বড়ুয়া, মাষ্টার লিয়াকত আলী, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমদ ও কেন্দ্রীয় ফেমাস সংসদের সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির জুশান প্রমূখ।

এ সময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা, শিক্ষক ও প্রতিবন্ধিরা উপস্থিত ছিলেন ।
সেমিনারে শিশুর সুরক্ষা , প্রতিবন্ধিদের পূর্ণবাসন ও তৃতীয় লিংগ জনগোষ্ঠীর আর্তকর্মসংস্হান সহ সরকারের বয়স্ক ভাতা , বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতার চলমান বাস্তবায়িত ইতিবাচক কর্মসূচি সমূহ উপস্থাপন করা হয় । এছাড়াও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পরিচালিত ছোট মণি নিবাস, বৃদ্ধা আশ্রম চালু, অসহায় গরীব রোগীদের এককালীন অনুদান ও রোগী কল্যাণ সমিতির মাধ্যমে হাসপাতালে ভর্তিকৃত অসহায় জনগোষ্ঠীকে সাহায্য করে থাকেন।

সীমান্তবাংলা / ১৩ সেপ্টেম্বর ২০২১