উখিয়ায় “ভোরের পাখি” নামক প্রাকৃতিক শরীর চর্চা ক্লাবের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ৯, ২০২১

 

সিরাজুল কবির বুলবুল;

“মাদককে না বলি
শরীর চর্চায় জীবন গড়ি”

এই স্লোগানে মুখরিত হয়ে আজ সন্ধ্যায় উখিয়া একরাম মার্কেটের হলরুমে একঝাঁক তরুণের সমন্বয়ে গঠিত হলো “ভোরের পাখি “প্রাকৃতিক শরীর চর্চা ক্লাব,উখিয়া উপজেলা। স্থানীয় সচেতন মহল মনে করে, এই সংগঠনটি শরীর চর্চায় উদ্ধুদ্ব করার পাশাপাশি দেশে যুব ও কিশোর সমাজকে মাদক মুক্ত একটি পরিচ্ছন্ন জীবন এনে দিতে পারে।
উপস্থিত সকলের সম্মতিক্রমে প্রথমে উপদেষ্টা নির্ধারিত হয়।
উপদেষ্টা হিসাবে যারা আছেন—-
১,এডভোকেট, এ,টি,এম,রশিদ
২,মাহাবুবুল আলম মাহাবুব
৩,সাংবাদিক, আয়াছ রবি
৪,জিয়াউল হক আজাদ
৫,মোস্তাফা কামাল পাশা
৬, সাংবাদিক, শরীফ অাজাদ
৭,সাংবাদিক, ম,শাহীন
——————–
পরিচালনা কমিটি:-
————-
সভাপতি ও প্রধান প্রশিক্ষক :-
সিরাজুল কবির বুলবুল
সহ-সভাপতি :এস,এম,জসীম
সহ-সভাপতি:-ফয়সাল সিকদার টিটু
সহ-সভাপতি:-নিধুঋষি
সহ-সভাপতি :আব্দুল লতিফ বাচ্চু
সহ-সভাপতি :মো: জামান
সহ-সভাপতি :আব্দুল্লাহ আল-মামুন
সাধারণ সম্পাদক :- মাসুম সিরাজী
সহ-সাধারণ সম্পাদক :রিদুয়ানুর রহমান বাপ্পী
সহ-সাধারণ সম্পাদক :সাইফুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক :মাহামুদ আকাশ
সহ-সাংগঠনিক সম্পাদক:রফিকুল আলম রাসেল
ক্রীড়া সম্পাদক:আলমগীর চৌধুরী
সহ-ক্রীড়া সম্পাদক :হাশেম সিকদার জিসান
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক:-ইউসুফ -বিন ফরিদ
সাংস্কৃতিক সম্পাদক :মোহাম্মদ হাসান
তথ্যওপ্রযুক্তি সম্পাদক:আলমগীর সিকদার হান্নান
দপ্তর সম্পাদক: মিজবাউল হক বাবুল
আইন বিষয়ক সম্পাদক:মোহাম্মদ ইসমাইল
মহিলা সম্পাদক:শায়লা শারমিন রনি
অর্থ সম্পাদক:মোহাম্মদ সালাউদ্দীন
সহ অর্থ সম্পাদক :মো: আরিফ
প্রচার সম্পাদক:মুসাফির মোস্তাফা
সহ প্রচার সম্পাদক:মোহাম্মদ আবছার
নির্বাহী সদস্য যথাক্রমে—
বকুল মল্লিক,মো:আলম,মো:জসিম,জাবেদ আলী,তসলিমা আকতার,মীম,নুরেমা সুবাহ্ লেমচি,তাসনিমা জান্নাত মেঘলা।

সীমান্তবাংলা / ৯ জুন ২০২১