উখিয়ায় পাহাড়ধ্বসে ৬ রোহিঙ্গা নারী-শিশু ও ঘুমধুমে এক শিশুর মৃত্যু

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ২৭, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া;

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১০ নং রোহিঙ্গা
ক্যাম্পে পাহাড় ধ্বসে ৫ জনের মৃত্যু হয়েছে।২৭ জুলাই সকালের দিকে প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড়ধ্বসের ঘটনা ঘটে।এতে মাটিচাপায় ওই ক্যাম্পের ব্লক জি/৩৭ এর নুর মোহাম্মদের মেয়ে নুর বাহার(৩০) শাহ আলমের ছেলে শফিউল আলম(১২),ব্লক/জি ৩৮ এর ইউসুফ আলীর স্ত্রী দিলবাহার(২৪),আব্দুর রহমান (৩) ও আয়েশা ছিদ্দিক (২) নামের দুই শিশু সহ ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কক্সবাজারের অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার সামছু-দৌজা নয়ন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে উখিয়া লাগোয়া ঘুমধুম ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকায় পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সীমান্তবাংলা / ২৭ জুলাই ২০২১