উখিয়ায় নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনব্যাপী অরেঞ্জ ক্যাম্পেইনের র‍্যালী ও আলোচনা সভা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া,কক্সবাজারঃ

কক্সবাজারের উখিয়ায় নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিন ব্যাপী ( অরেঞ্জ ক্যাম্পেইন) উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর সকাল ১০ টায় উখিয়ায় র‍্যালী পরবর্তী এক আলোচনা সভা উপজেলা পরিষদ চত্বরে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারস্থ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবন্তী রায়।প্রধান আলোচক ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উখিয়া থানার ওসি আহমদ সঞ্জুর মোর্শেদ,উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী,জালিয়াপালং ইউপির চেয়ারম্যান এস এম ছৈয়দ আলম,পালংখালী ইউপির চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী,রত্নাপালং ইউপি’র চেয়ারম্যান নুরুল হুদা,হলদিয়াপালং ইউপির ইমরুল কায়েস চৌধুরী,উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ
মুহাম্মদ আনোয়ার প্রমুখ।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, নারীনেত্রী এবং বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে
সহযোগিতা করেন, কার্যকর ও জবাবদিহিমূলক সরকার(ইএএলজি) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ।
সভায় বক্তারা বলেছেন,সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বাল্যবিবাহ,নারী নির্যাতন ও ইভটিজিং বন্ধ করা সম্ভব।

সীমান্তবাংলা / ৬ ডিসেম্বর ২০২১