উখিয়ার হিজলিয়ায় অবৈধ বালি সহ মাটি খেকো রেজার ডাম্পার আটক

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ১৫, ২০২১

 

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়ায় অবৈধ ভাবে রাজস্ব ফাকি দিয়ে বালি পরিবহন কালীন সময় ১টি ডাম্পার আটক করা হয়েছে।

শনিবার (১৫ মে) বিকালের দিকে উখিয়া রেঞ্জ এর বনকর্মীরা এ অভিযান চালায়।

জানাযায়,কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া হরিণ মারা এলাকা সহ বিভিন্ন এলাকা থেকে পাহাড়, টপ সয়েল কেটে বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। এবং বর্তমানে এলাকায় নির্বিচারে পাহাড় কেটে মাটি পাচার করে আসছে সংঘবদ্ধ রেজাবাহিনী।

বনবিভাগের টহল দলের নেতৃত্বে থাকা বিট অফিসার বজলুর রশিদ বলেন,কাগজ পত্র ছাড়া
অবৈধ বালি বহণকালে আমরা একটি ডাম্পার জব্দ করি।এই অভিযান চলমান থাকবে।

সীমান্তবাংলা / ১৫ মে ২০২১