উখিয়ার রাজাপালং এ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোহিঙ্গা যুবকের মৃত্যু আরো একজনের অবস্থা আশংকাজনক

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ১২, ২০২১

 

নিজস্ব প্রতিবেদক,উখিয়াঃ

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় একটি পাঁচ তলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বশির আহমেদ (৩০) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। ইলিয়াস নামের আরেক রোহিঙ্গার অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।স্থানীয়দের তথ্যমতে জানাগেছে শনিবার (১২-জুন) দুপুর আড়াইটায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি ঘটে।

স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিন জানান, তিনি এ বিষয়ে অবগত নন। বিষয়টি নিশ্চিত করে, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প: প: কর্মকর্তা ডা. রনজন বড়ুয়া রাজন বলেন রোহিঙ্গা বশির আহমেদ (৩০) নামের একটি লাশ হাসপাতালে রয়েছে। নিহতের পিতার নাম গুরা মিয়া। সে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের (বি-২)ব্লকের বাসিন্দা।

উখিয়া থানার (ওসি তদন্ত)গাজী সালাউদ্দিন
আসলে এটি একটি দুর্ঘটনা। তা ছাড়া নিহত ব্যাক্তির আত্মীয়-স্বজন কেউই মামলা করতে চাচ্ছেন না।বিষয়টি তদন্ত করে এবং ওসি স্যারের সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্তবাংলা / শ ম গ/ ১২ জুন ২০২১