উখিয়ার রত্নাপালং ইউনিয়ন পরিষদে করোনা টিকা দেয়া শুরু

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ৮, ২০২১

 

মোঃকাসেদ নুর উখিয়া;
কক্সবাজার জেলায় করোনা ভাইরাসের গনটীকা কর্মসূচির অংশ হিসেবে আজ (৭ আগষ্ট ২০২১) শনিবার উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন পরিষদে সকাল ১০ টা থেকে করোনার সিনোফার্ম টিকা দেয়া শুরু হয়েছে। এতে জনসাধারণের মাঝে টিকা নেওয়ার জন্য খুব উৎসাহ দেখা যায়, লাইন ধরে স্বাস্থবিধি মেনে শান্তি পূর্ন পরিবেশে টিকা প্রদান কর্মসূচি চলে। জানা যায় যে রত্নাপালং ইনিয়ন পরিষদে মোট ৬শত টিকা দেওয়া হয় রত্নাবাসীকে,এবং ১৪ই আগষ্ট থেকে আবারো পর্যায়ক্রমে টিকা প্রদান করা হবে বলে জানা যায়।

সীমান্তবাংলা / ৭ আগষ্ট ২০২১