উখিয়ার বালুখালী ও ঘুমধুমে খালে ভাসমান দুই লাশ!

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ৩০, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত ,উখিয়া;

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু খাল থেকে এক রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ।বৃহস্পতিবার ২৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টারদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘোনার পাড়া নামক স্থানে খালের পাড়ে পানিতে ভাসমান অবস্থায় স্থানীয়রা এক লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ এসে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেছে।
উদ্ধারকৃত লাশ-ক‌্যাম্প:৪ মধুর ছড়া এলাকার ব্লক-বি/২৩,এফসিএন মৃত ওলামিয়ার ছেলে সোনামিয়া (২৯)।

এই বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন,নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ অালমগীর হোসেন। উল্লেখ্য, গত ২৬ তারিখে উক্ত শরনার্থী কুতুপালং বডুয়া পাড়া এলাকায় খালের পাড়ে মাছ ধরার জন্য গিয়েছিল বলে জানা যায়। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সে পানিতে ভেসে গিয়ে প্রান হারায় বলে পরিবার সুত্রে জানা যায়।

অপরদিকে ৩০ জুলাই সকাল সাড়ে ৯ টার দিকে উখিয়ার বালুখালী-তেলীপাড়া খালে একটি ভাসমান লাশ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে গেছে রোহিঙ্গারা।লাশটি ক্যাম্প-ডি-৫ এর এক রোহিঙ্গার বলে তারা জানান।

সীমান্তবাংলা / ৩০ জুলাই ২০২১