উখিয়ার থাইংখালী থেকে বিলুপ্ত প্রজাতির বাজপাখী উদ্ধার 

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার জেলার উখিয়াস্থ থাইংখালীর ধামনখালীর লোকালয়ে একটি পা ভাঙ্গা অসুস্থ বাজপাখীকে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় কিছু যুবক। পাখীটির দুর্দশার চিত্র দেখে কি করবে কোন উপায়ান্তর খুঁজে না পেয়ে তারা তাৎক্ষনিক বিষয়টি সেভ দ্যা নেচার অব বাংলাদেশ উখিয়া শাখার সভাপতি সৈয়দ মোস্তফা ও সাধারণ সম্পাদক রিমন মেহবুব রোহিতকে বিষয়টি অবহিত করে। ঘটনাটি জানতে পেরে সেভ দ্যা নেচার উখিয়া শাখার সাধারণ সম্পাদক রোহিত তাৎক্ষনিক থাইংখালী বিট কর্মকর্তা মো; রাকিব হোসেনকে বিষয়টি অবগত করলে তিনি সরাসরি ঘটনাস্থলে গিয়ে অসুস্থ পাখীটিকে উদ্ধারপূর্বক প্রাথমিক চিকিৎসা দিয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তার কাছে হস্থান্তর করেন।

এ ব্যপারে আমাদের প্রতিনিধি থাইংখালী বিট কর্মকর্তা মো; রাকিব হোসেনের কাছে পাখীটির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, পাখীটি বর্তমানে উখিয়া রেঞ্জ কর্মকর্তার অধীনে চিকিৎসাধীন রয়েছেন, সম্পুর্ন সুস্থ হয়ে উঠলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা নিজেই পাখীটি বনে অবমুক্ত করবেন, এবং একটি অসুস্থ পাখীর বিষয়ে তাৎক্ষনিক বনবিভাগকে অবগত করায় সেভ দ্যা নেচার অব বাংলাদেশ উখিয়া শাখার সকল কর্মীদের তিনি ধন্যবাদ জ্ঞ্যাপন করেন ।

সীমান্তবাংলা/রম/২৭ সেপ্টেম্বর ২০২১