উখিয়ায় জালিয়াপালং ইউপি‌তে সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় মামলা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ৫, ২০২২

নিজস্ব প্রতিনিধি ; কক্সবাজারের উখিয়ায় জালিয়া পালং ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে তথ্য চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন কক্সবাজার জার্নাল ডটকম’র নিজস্ব প্রতিবেদক, দৈনিক দৈনন্দিন পত্রিকার উখিয়া প্রতিনিধি ও উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্য ইমরান আল মাহমুদ।

বৃহস্পতিবার (৪ আগষ্ট) জালিয়াপালং ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে গেলে জালিয়া পালং ইউনিয়ন পরিষদ ভবনের সামনেই তার ওপর অতর্কিত হামলা চালায় কতিপয় দুর্বৃত্ত।

আহত সংবাদকর্মী ইমরান আল মাহমুদ বর্তমানে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে একজন সংবাদ কর্মীর উপর এমন ন্যাক্কারজনক ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। নিন্দা ও অপরাধীদের গ্রেফতারের দাবীও জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন।

এ ঘটনায় আহত সংবাদকর্মী ইমরান বাদী হয়ে জালিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোনারপাড়ার আলিম উল্লাহর ছেলে মো. আকাশ (২২)-সহ ৫/৬ জন অজ্ঞাতনামাকে আসামী করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন । যার নং ২৩ তারিখঃ ০৪/০৮/২২ইং।