উখিয়ার কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্প থেকে ২৩ কেজি গাঁজাসহ দুই নারী-পুরুষ গ্রেফতার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ২৬, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া;

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে।সোমবার (২৬ জুলাই) দিবাগত রাতে ১৪ এপিবিএন সদস্যরা এ অভিযান চালায়।

এপিবিএন সুত্র জানায়, গোপন সুত্রে খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের রোহিঙ্গার বসতঘরের মাটি খুড়ে মাটির নিচে থাকা ৩টি প্লাস্টিকের বস্তায় কসটেপ দিয়ে মোড়ানো ২৩ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় রেজিস্টার্ড ক্যাম্পের মাকিলা ওরফে ফাতেমা বেগম(২৬) ও আব্দুর রহিম ওরফে কালু কে(২৬) গ্রেফতার করা হয়।

১৪ এপিবিএন’র পুলিশ সুপার নাঈমুল হক বলেন, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণে থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্তবাংলা / ২৬ জুলাই ২০২১