উখিয়া,রত্নাপালং ইউনিয়নের রুহুল্লা ডেবা ব্রাদার্স ইয়ং সোসাইটির উদ্যেগে দোয়া ও ইফতার মাহাফিল

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২২

 

মোহাম্মদ রাশেদ,উখিয়া ;

পবিত্র মাহে রমজান উপলক্ষে রুহুল্লার ডেবা ব্রাদার্স ইয়ং সোসাইটি, প্রতি বছরের ন্যায় সেচ্ছাসেবার মধ্যে দিয়ে সমতাভিত্তিক সমাজ গঠনের উদ্দেশ্যে, এলাকার ছোট বড় ও মুরব্বিদের সাথে নিয়ে দোয়া ও ইফতার মাহাফিলের আয়োজন করা হয়।
রুহুল্লার ডেবা ব্রাদার্স ইয়ং সোসাইটির সদস্য সহ এলাকার মোট ৩০০ জন দোয়া ও ইফতার মাহাফিল অংশগ্রহন করেন।সংগঠনের প্রতিষ্টাতা এলাকাবাসী উদ্দেশ্যে বলেন,সারা বছর যেন এই দোয়া ও ইফতার মাহাফিলের আয়োজন করতে পারে তাই সকলকে এগিয়ে আসার আহবান জানান।
উক্ত দোয়া ও ইফতার মাহাফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়ার উপজেলার রাজা পালং এম,এ,ফাজিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র আরবি প্রবাসক মাওলানা আবুল ফজল সাহেব। প্রধান আলোচক দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে সংগঠনের সফলতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।


এই ইফতার মাহাফিলের মধ্যে দিয়ে রুহুল্লার ডেবা এলাকার মানুষের মধ্যে একটা ঐক্যবদ্ধতা সৃষ্টি হয়েছে।দোয়া ও ইফতার মাহফিলে এলাকার ছোট বড় সবাই আন্তরিকতার সহীত অংশগ্রহণ করেছে। এই মাহফিলটা প্রতি বছর এইভাবে আয়োজন করার জন্য সবার আন্তরিকতা এবং সহযোগিতা অনেক বেশি কাম্য।প্রতিবছর এইভাবে আয়োজন করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং এলাকার সুনাম বয়ে আসবে।এই মাহফিলের মধ্যে দিয়ে এলাকার সর্বস্তরের জনসাধারণের মধ্যে একটা আনন্দ অনুভূতি চলে এসেছে ।এলাকার যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই আন্তরিকতার সহীত মাহফিলের সফলতা কামনা করে।উক্ত ইফতার মাহফিলে সবাই বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করেছে।সবার আন্তরিকতা এবং সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে মাহফিলে সফলতা বয়ে এসেছে ।উক্ত মাহফিলে এলাকার ছোট, বড় এবং বৃদ্ধ থেকে শুরু করে এলাকার ইউপি সদস্য সহ বাহিরের আরো অনেকে অংশগ্রহণ করে থাকে।এই মাহফিলে অংশগ্রহণ করে সবাই সন্তুষ্টি প্রকাশ করে মাহফিলের সার্বিক সফলতা কামনা করেন।