উখিয়া বনরেঞ্জের অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিছিন্ন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩

“৩০ মিটারর জব্দ- সতর্কতা জারি”

এন আলম আজাদ কক্সবাজার

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া বনরেঞ্জ সংরক্ষিত বনভূমির অবৈধ বসতিতে ব্যবহ্রত বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করেছে।আজ মঙ্গলবার দুপুরে সদর বিটের আওতাধীন লম্বাশিয়া বনাঞ্চলে অভিযানে গিয়ে বনবিভাগ ৩০ টি মিটার জব্দ ও হেফাজতে নিয়েছে।
বনবিভাগ জানায়,খুলে নেয়া এসব মিটার ১শ টি অবৈধ কাঁচা ও সেমিপাকা বসতিতে ব্যবহার করে আসছিল দখলদাররা।
এ অভিযানে স্হানীয় পল্লী বিদ্যুৎ সমিতি বনবিভাগকে সার্বিক সহযোগিতা দিয়েছে।
তবে পল্লী বিদ্যুৎ কেন অবৈধ বসতিতে বিদ্যুৎ সংযোগ সরবরাহ করলো তা নিয়ে নানা সন্দেহ রয়েছে সচেতন মহলে।কারও কারও অভিযোগ পবিস’র কিছু দূর্নীতিবাজ কর্মচারীর যোগসাজসেই দখলদাররা অবৈধ বিদ্যুৎ সংযোগের দুঃসাহস পেয়েছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজি শফিউল আলমের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে সদর বিট কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান,থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ কুমার দাশ,উখিয়ার ঘাট বিট কর্মকর্তা কামরুল হাসান পাটোয়ারী সহ সংশ্লিষ্ট বিটের বনরক্ষকীরা অংশ নেয়।
এ প্রসঙ্গে অাভিযানিক কর্মকর্তা গাজি শফিউল বলেন,বনাঞ্চলে বিদ্যুৎ সংযোগ ধর্তব্য অপরাধ। সংশ্লিষ্টদেরকে সতর্ক সংকেত দেখানো হয়েছে। ভবিষ্যতে অনুরূপ ঘটলে আইনের মাধ্যমে কঠিন শাস্তি দেয়া হবে।