উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনায় আটক -১

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ৫, ২০২৩

নিজস্ব প্রতিনিধি 

কক্সবাজারের উখিয়ার বালুখালীস্থ ময়নার ঘোনা রোহিঙ্গা ক্যাম্পে – ১১ তে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের উখিয়া ও কক্সবাজারের বেশ কটি ইউনিট দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে । অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পের দুই হাজারের বেশি ঘরবাড়িসহ এনজিও সংস্থা পরিচালিত মিনি ক্লিনিক ও বেশ কিছু সেবা দানকারী প্রতিষ্ঠান পুড়ে গেছে। রবিবার (৫ মার্চ ২০২৩) দুপুর ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) সরওয়ার কামাল বলেন, ‘প্রায় দুই ঘণ্টা পর ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু করছি। প্রাথমিকভাবে ধারণা করছি, দুই হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। কীভাবে আগুনের সুত্রপাত হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

আগুনে ক্ষতিগ্রস্ত উখিয়ার ক্যাম্পের বাসিন্দা শফিক উল্লাহ বলেন, ‘আগুনে সব পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছি। এখানে বহু ঘরবাড়ি ও দোকানপাট আগুনে পুড়ে। বেশ কিছু দোকানপাটও ছিল। এখানে বারবার আগুন লাগার পেছনে রহস্য রয়েছে। তাই ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা বন্ধ হচ্ছে না। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে এক যুবককে ক্যাম্পের একটি বসত ঘরে আগুন দিতে। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা বলছেন ক্যাম্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিশেষ গোষ্ঠীর ঈন্দনে বার বার এভাবে আগুন দেয়া হচ্ছে। ঐ যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে যুবককে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।