উখিয়ার বয়ানুল কোরআন মাদ্রাসায় মাতৃভাষা দিবস পালন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১

 

এম.কলিম উল্লাহ।

উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের গুরামিয়া চৌধুরীর গ্যারেজ সংলগ্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বয়ানুল কোরআন মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা রেজাউল করিম আফজল ।

ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে মাওলানা রেজাউল করিম আফজল ছাত্র ছাত্রীদের উদ্যেশ্য বলেন, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে অবিচ্ছিন্নভাবে মিশে আছে ভাষা আন্দোলন ও একুশে ফেব্রুয়ারি দিনটি। একুশ এখন বিশ্বের মানুষের কাছে সংগ্রাম ও মর্যাদার প্রতীক। একুশ আমাদের প্রেরণা, একুশ আমাদের শিক্ষা দেয় অন্যায়ের কাছে মাথা নত না করার।

ভাষাশহীদদের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

( সীমান্তবাংলা/ শা,ম/ ২২ ফেব্রুয়ারী ২০২১)