উখিয়ায় দুই কলেজে এইচ এস সি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২

মোঃ শহীদ, উখিয়া ;

উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ ও উখিয়া ডিগ্রী কলেজে এইসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার কেন্দ্র ফি’র নামে প্রবেশ পত্র নেওয়ার সময় বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

জানাগেছে, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের এইসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পুরণের সময় পরীক্ষার কেন্দ্র ফি নেয়া হলে ও প্রবেশ পত্র সংগ্রহের সময় পরীক্ষার কেন্দ্র ফি’র কথা বলে রশিদ বিহীন মহিলা কলেজে ১০০/২০০ টাকা সহ উখিয়া ডিগ্রী কলেজে ৪০০/৫০০ টাকা নেয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র/ছাত্রী বলেন, আমাদের কাছ থেকে এডমিড কার্ড নেওয়ার সময় ১০০/২০০ টাকা করে নিয়েছে।আবার অনেকই অভিযোগ করেছে, রেজিষ্ট্রেশন কার্ড বাবদ ৫০ টাকা ও কোচিং ফি বাবদ ৪০০/৫০০ টাকা করে নিচ্ছে।

ছাত্র/ ছাত্রীদের অভিযোগ ফরম ফিলাপের সময় আমরা সব টাকা দিয়ে দিয়েছি আবার এডমিড কার্ড নেওয়ার সময় কেন টাকা দিবো,?

এই ব্যপারে জানতে চাইলে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম টাকা নেওয়ার কথা অস্বীকার করেন।

এই ব্যপারে উখিয়া উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুল জানান, বোর্ডের নিয়ম অনুযায়ী আমি টাকা নিতে বলেছি, বাড়তি কোন টাকা নিলে আমি জানিনা।

এই ব্যপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব বলেন, বাড়তি টাকা কেন নিবে বিষয়টি খতিয়ে দেখছি।