উখিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি’র মাঠ মহড়া অনুষ্ঠিত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ৭, ২০২৩

 

এইচ.কে রফিক উদ্দিন:-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সেবামুলক প্রকল্প ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) উখিয়া উপজেলায় ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) বিকেল ৩ টায় উপজেলার সোনার পাড়ার পুলিশ বক্স সংলগ্ন মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা টিম লিডার এবিএম আবুল হোসেন রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, সিপিপি কক্সবাজার জোনের উপ-পরিচালক হাসানুল আমিন,উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার এমদাদুল হক,সিপিপি মহেশখালী উপজেলা টিম লিডার মোহাম্মদ ওসমান।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সিপিপি’র সেচ্ছাসেবী নারী-পুরুষ ও সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি’সহ সকল পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উক্ত, মহড়ায় মসজিদ, পুকুর, মুজিব কিল্লা, স্কুল, প্রাথমিক চিকিৎসা, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, চেয়ারম্যান পরিবার, শিক্ষক পরিবার, ইমাম পরিবার, জেলে পরিবার, কৃষক পরিবার, মাতবর পরিবার, বাউল পরিবার, দোকান’সহ আরো কয়েকটি প্রদর্শনী স্থাপন করেছে।এমহড়ায় ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি থেকে শুরু করে ঘূর্ণিঝড়ের পরবর্তী সময় পর্যন্তু উপকূলীয় এলাকার মানুষের করণীয় দিক গুলো ধারাবাহিক ভাবে প্রদর্শনির মাধ্যমে দেখানো হয়েছে।

মহড়ায় সকল অংশগ্রহণকারীকে সিপিপিকে উপজেলা টীমের পক্ষ থেকে প্রাইজ বণ্টন করা হয়েছে।