উখিয়ায় গরুর বদলে বিক্রি হচ্ছে হাতি আর ঘোড়ার মাংস

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩

কফিল উদ্দিন আনু, কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ায় গরুর মাংসের বদলে দেদারছে বিক্রি হচ্ছে হাতি আর ঘোড়ার মাংস। ১৮ এপ্রিল বিকাল বেলায় জালিয়াপালংয়ের সমিতি ঘোনা এলাকার নুর আহমদ ও কামাল নামের দুই অসাধু ব্যবসায়ী একই ইউনিয়নের বিট অফিস পাড়া এলাকায় হাতির মাংসকে গরুর মাংস বলে বিক্রয় করার অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় জুবাইদা নামের এক ভূক্তভোগী মহিলা বাদী হয়ে উপরোক্ত দুইজনকে বিবাদী করে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেছেন মর্মে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, জালিয়াপালংয়ের মাদারবনিয়া এলাকার উপজাতি সম্প্রদায় সম্প্রতি একটি হাতি মেরে ফেলে রাখে। পরবর্তীতে সংবাদ পেয়ে জালিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের অর্ন্তগত সমিতি ঘোনা এলাকার মৃত কাছিম আলীর পুত্র নুর আহমদ ও নুরু কসাই এর পুত্র কামাল কসাই নামের দুই অসাধু ব্যবসায়ী উক্ত মৃত হাতির মাংস সংগ্রহ করতঃ একই ইউনিয়নের বিট অফিস পাড়া এলাকা সহ বিভিন্ন এলাকায় প্রতি কেজি ৪০০/- টাকা দরে গরুর মাংস বলে বিক্রয় করেন।

উল্লেখ্য যে, একই তারিখ ভোর রাতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায় অসাধু ব্যবসায়ী মাহবু কসাই ঘোরার মাংসকে গরুর মাংস বলে বিক্রয় করার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ আইন শৃঙ্খলা বাহিনী সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে উক্ত মাহবু কসাই কৌশলে পালিয়ে গেলে ঘোড়ার মাংস, লেজ ও ঘোড়ার মাথা জব্দ করেন আইন শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।