ঈদের শুভেচ্ছা জানালেন সেভ দ্যা নেচার অব বাংলাদেশ – উখিয়া উপজেলা শাখার পরিবেশ কর্মীরা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ১৩, ২০২১

প্রেস বিজ্ঞপ্তিঃ

সম্মানীত উখিয়া উপজেলাবাসী ও সারা দেশের দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সেভ দ্যা নেচার অব বাংলাদেশ- উখিয়া উপজেলা শাখার পরিবেশ কর্মীরা।

আসন্ন ঈদুল- ফিতরের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উখিয়া উপজেলার প্রকৃতি প্রেমিক কিছু সবুজ সারথিদের সমন্বয়ে গঠিত সেভ দ্যা নেচার অব বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার নেত্রীবৃন্দরা শুভেচ্ছা বাণী দিয়েছেন।

বিশ্ব অতিমারী করোনার কারনে পর পর দু’ রমজান বিশ্বমুসলিমের কাছে প্রতিপালিত হয়েছে একটু ব্যতিক্রমী, একটু ভিন্ন রকম আমেজে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া অতিমারী করোনা ভাইরাস এর সংক্রমণ থেকে বাঁচতে বেশিরভাগ দেশেই চলছে লকডাউন।

 

আর তাই রাষ্ট্রীয় বিধিবিধান মেনে মুসলমানরা বাসায় অবস্থান করে ইবাদতের মধ্য দিয়ে গতবারের মত এবারও সুমহান পবিত্র রমজানের রোজা পালন করছেন। আগামীকাল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্টিত হতে যাচ্ছে।

আগামী দিনে, প্রত্যেকের মাঝে ঈদের অনাবিল আনন্দ উৎসারিত হোক প্রতিটি ক্ষণ, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস এবং সারা বছর।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এটাই সেভ দ্যা নেচার অব বাংলাদেশ – উখিয়া উপজেলা শাখার প্রত্যাশা।

ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক সবাইকে।

সীমান্তবাংলা/১৩ মে